সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে নাদিম আহমেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের লংকাপাথারিয়া গ্রামে এঘটনা ঘটে।
নাদিম এই গ্রামের একলাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, খেলার ছলে বাড়ির পাশে থাকা ডুলিজার হাওরের পানিতে ডুবে নিখোঁজ হয় নাদিম। পরে খোঁজাখুঁজির এক পর্যায় এই হাওর থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।
শেয়ার করুন