আল-জাজিরার তথ্য অনুসারে, গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিক ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মরক্কোতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩২ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর পুরাতন মারাকাশ শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বংসী এই ভূমিকম্পের পর এই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইন্টারনেটের সংযোগ বিঘ্নিত হয়।
ভূমিকম্পটি মরক্কোর ইতিহাসে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। মারাত্মক এই ভূমিকম্পে আহতদের রক্তদানের জন্য শহরের সকল মানুষকে আজ শনিবার সকাল থেকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্তদান কেন্দ্র।