দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাইয়ে জয় কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দিরাই পৌর শহরের থানা রোড এলাকায় সর্বোচ্চ গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে জয় কম্পিউটার পথচলা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিশু, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার,সহ সভাপতি জীবন সূত্রধর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দিরাই পৌর শাখার সাধারণ সম্পাদক শহীদ সরদার প্রমুখ। জয় কম্পিউটারের পরিচালক রতন সূত্রধর বলেন, আমাদের এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থায় অনলাইনে বিভিন্ন আবেদন, ছবি, গ্রাফিক্স ডিজাইন, কম্পোজ, বিভিন্ন দাপ্তরিক দরখাস্ত, ফটোকপি, ফটো বাঁধানো, বিকাশ, ফ্লেক্সিলডসহ সবধরনের অনলাইন সেবা দেয়া হয়। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আমরা পথচলা শুরু করেছি। ব্যবসায়িক সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শেয়ার করুন