অবিশ্বাস্য ও রোমাঞ্চকর লড়াই শেষে শেষ হাসি হাসল বাংলাদেশ। ভারতকে হারিয়ে দিল ৬ রানে। এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে এসে প্রথম জয় পেল সাকিবরা।
শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ।
২৬৬ রানে লক্ষ্যে খেলতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২৫৯ রান।ভারতের পক্ষে শুভমান গিল ১২১ রান এবং আকসার প্যাটেল করেন ৪২ রান।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৩ উইকেট ও অভিষিক্ত পেস বোলার তানজিম সাকিব ও মেহেদি হাসান মিরাজ নেন ২টি করে উইকেট, এছাড়া সাকিব আল হাসান ও শেখ মাহেদি হাসান নেন ১টি করে উইকেট।এর আগে সাকিব আল হাসানের দুরন্ত ৮০ রানের সঙ্গেতাওহীদ হৃদয় করেন ৫৪ রান। এছাড়া নাসুম আহমদ ৪৪ রান ও শেখ মাহেদি হাসান করেন ২৯ রান।
শেয়ার করুন