“মিলেছি মোরা গানে কবিতায় দুর্নিবারের সাহিত্যের আড্ডায়”

জাতীয়

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কবি দাম্পতি Simly Chowdhury ও নিলয় চৌধুরী বাংলাকে ভালবাসে, বাংলা বর্ণমালাকে একান্ত আপন ভেবে, বাংলা সাহিত্যকে হৃদয়ে ধারণ করে,কাঁটাতারকে উপেক্ষা করে, গত ১৬ সেপ্টেম্বর,২০২৩ শনিবার নোয়াখালী ক্লাব, নয়াপল্টন,ঢাকা, বাংলাদেশ এর আয়োজন করলেন, উপরোক্ত পংক্তি দ্বয়ের শিরোনামের।

উক্ত সাহিত্যাষ্ঠানের উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানি, কবি রুহুল আমিন স্যার, কবি ও চলচ্চিত্রের অভিনেতা এবিএম সোহেল রশীদ, প্রখ্যাত ছড়াকার আতিক হেলাল ভাই , কবি মুন্সি কবির ভাই ,কবি মোসলেহ উদ্দিন ভাই , কবি ইসতিয়াক হোসেন ভাই, কবি ফারুক জাহাঙ্গীর ভাই ,কবি সুব্রতকুমার মোহন্ত ভাই , কবি যুবরাজ পাল , কবি রাব্বানী সরকার,কবি অসীম ভট্রাচার্য, কবি Ratan Ali , কবি Ata Pasha ভাই, কবি আমজাদ হোসেন পাপী ভাই,কবি এইচ এম আলাউদ্দীন , সাহিত্যানুরাগী তপন ত্রিপুরা, শ্যামল কান্তি দে সহ অনেক গুণী কবি উপস্থিত ছিলেন।

উক্ত সাহিত্যাষ্ঠানের সভাপতিত্ব করেন, নিভৃতচারী কবি মহিউদ্দিন কচি ভাই।
উপস্থাপন করেন, ভয়েস আর্টিস্ট সুব্রত রায় দাদা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *