আমেরিকা নিষেধাজ্ঞা দেয়, আর ভয় দেখায় ফখরুল: ওবায়দুল কাদের

জাতীয়

নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দলটির (বিএনপি) আচরণে মনে হয় এজেন্সি হিসেবে নিয়োগ পেয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরাণীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেউ শুনে না। আর আওয়ামী লীগ কারও নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ সরকার কেবল দেশের সংবিধানের পরোয়া করে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, হুমকি দিয়ে লাভ নেই। ঢাকা কাদের দখলে থাকবে তা দেখা যাবে। আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে আঘাত আসলে এবার পাল্টা আঘাত করা হবে। কোনো অবস্থাতেই কোনো ছাড় দেয়া হবে না।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই কেরাণীগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে ঢাকা জেলা আওয়ামী লীগ। বৈরি আবহাওয়ার মাঝে এ কর্মসূচিতে যোগ দেন ঢাকা জেলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিয়নের কর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *