শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী এমভি ইয়োমান ওরলা নামক একটি বানিজ্যিক জাহাজ। মঙ্গলবার(৩ অক্টোবর) দুপুর ১২ টায় জাহাজটি মোংলা বন্দরের ৮ জেটিতে ভিড়ে।
ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিং এর ম্যানেজার অসিম সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৬৬৮ প্যাকেজের ২ হাজার ১ শত ২১ দশমিক ৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগষ্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বানিজ্যিক জাহাজটি ছেড়ে আসে। আমদানী করা ওইসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর সেখান থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।