নৌকার বিজয় সুনিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরে আমাদের সবাইকে নৌকায় ভোট চাইতে হবে।

তিনি মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তাৎক্ষণিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপ-প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, ফজর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য শংকর দাশ শংকু, এমদাদ হোসেন নাইম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গনি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা জাবেদ আহমদ, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, জুবায়ের আহমদ মামুন, এস এম জুয়েল, আবিদুর রহমান আবিদ, ইমরান আহমদ, রিপন আহমদ, মাহির, আসলাম, ফয়সল, ছালাম, ছালেখ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *