বালাগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা

বাংলাদেশ

বালাগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সহকারী কমিশনার (ভুমি)  সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, পশ্চিম গৌরিপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের সচিব বিজিত রঞ্জন সরকার, এজিএম আলাউল হক সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইঁয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দুদকের সেক্রেটারি শাহাবুদ্দিন শাহীন, উপজেলা পরিষদের সিএ সিরাজুল ইসলাম, ইউএনও সিএ মুশফিকুর রহমান জুলফিকার প্রমুখ।

পরে মানব পাচার প্রতিরোধ কমিটি, উপজেলা সন্ত্রাস নাশকতাপ্রতিরোধ কমিটির সভা, গ্রাম আদালত সক্রিয়করণ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জন্ম মৃত্যুনিবন্ধন টাস্কফোর্স কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *