আগামী ২০শে অক্টোবর থেকে সারা দেশের ন্যায়ে জৈন্তাপুরে আসন্ন শারদীয় দূর্গা উৎসবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব শেষ করতে জৈন্তাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে ও মিডিয়া উইং কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর পরিচালনায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, জৈন্তাপুর থানার সেকেন্ড অফিসার এসআই শহীদ মিয়া, এস আই মোস্তাফিজুর রহমান, এস আই মহিবুর রহমান, এসআই রসুল আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, নিবারণ দাস, সুনিল দেবনাথ, শংকর দেব নাথ সহ পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শেয়ার করুন