সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নেহের নিগার তনু যোগদান করেছেন।
বুধবার (১১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিক ভাবে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন এবং দায়িত্ব গ্রহণ করেন ।
তিনি বিদায়ী ইউএনও আরিফ মোর্শেদ মিশু’র স্থলাভিসিক্ত হলেন ।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নেহের নিগার তনুকে দোয়ারাবাজার উপজেলার ইউএনও পদে পদায়নের আদেশ দেওয়া হয়।
জানা গেছে, নরসিংদী জেলার এই কৃতি সন্তান ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
তিনি এর পূর্বে বরিশালের আগৈলঝাড়া উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন ও ঢাকায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন।
শেয়ার করুন