সিলেট সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন হেলথ অর্গানাইজেশন এয়ারপোর্ট থানা শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে ওয়ার্ল্ড ভিশন হেলথ অর্গানাইজেশন এয়ারপোর্ট থানা শাখার ইনচার্জ বাবুল আহমদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক শামীম আহমদের পরিচালনায় শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন হেলথ অর্গানাইজেশনের কান্ট্রি ম্যানেজার বীরমুক্তিযোদ্ধা মো. রহমত আলী, সিলেট বিভাগের ইনচার্জ সাইদুর রহমান, সহকারী বিভাগীয় প্রধান এস এম সাইফুল ইসলাম, সিলেট জেলা শাখার ইনচার্জ আনিসুজ্জামান, সাহেবের বাজার শাখা ইনচার্জ মো. আনিস মিয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার মঈন উদ্দিন, সমাজসেবী আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজী নাসির উদ্দীন, সমাজসেবী রইছ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার প্রমুখ।
শেয়ার করুন