সিলেট মহানগরীর কাজির বাজার এলাকার একটি ছড়া থেকে ফারহান আহমেদ (০৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়া থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ফারহান কাজির বাজার এলাকার আফছর উদ্দিন এর লেবার কোয়ার্টারে বসবাস করত। তার বাবার নাম আনোয়ার মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ফারহান। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়ায় ফারহানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন