ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের ক্যারিয়ারে আরেকটি বড় ধাক্কা। মারাত্মক এক ইনজুরির শিকার হলেন তিনি। এই ইনজুরি তাকে মাঠের বাইরে ছিটকে দিবে অন্তত ৬ থেকে ৯ মাসের জন্য।
এবারের মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান ফুটবলার এডার মিলিটাও এসিএল ইনজুরিতে পরেছিলেন। সেই একই ইনজুরিতে পরলেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।
এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত ৯ মাসের মত সময় লাগে। ভাগ্য ভালো হলে সময়টা ৬ মাস হতে পারে। আর নেইমারের ক্ষেত্রেও এখন সেটাই হবে।
ব্রাজিল সর্বশেষ ম্যাচটি খেলেছিল উরুগুয়ের বিপক্ষে এবং এই ম্যাচের বিরতির ঠিক পূর্বে নেইমার ইনজুরিতে পরেন। পরীক্ষার পর জানা গেল, তিনি এসিএল ইনজুরিতে পরেছেন এবং তাকে অপারেশন টেবিলে যেতে হবে। তার সুস্থ হতে নুন্যতম ৬ মাস কিংবা ৯ মাস সময় লাগবে।
শেয়ার করুন