সিলেটে সড়কে প্রাণ গেল শাবিপ্রবি শিক্ষার্থীর

সিলেট

সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রকিবুল হাসান সিফাত (২৪) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সিফাত বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী রেল কলোনী এলাকার ফজলুল হক আকন্দের ছেলে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের (২০১৯-২০সেশন) শিক্ষার্থী ছিলেন।

আজ বুধবার (১ নভেম্বর) ৪ টার দিকে সিলেটের সালুটিকর নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।

তিনি জানান, ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি এক্সিডেন্ট করেছে। তিনি মোটরসাইকেল যোগে কোথাও যাচ্ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনও বিস্তারিত জানতে পারিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *