গতকাল শনিবার ভোর থেকে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ছড়িয়ে পড়া এক ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। আরও লেখা হয় অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে বুবলী। এ ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অপু বলেন, ‘যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’
এদিকে পোস্টটি সরিয়ে নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে ফারজানা মুন্নি জানান, তার আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে।
মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
অন্যদিকে ফেসবুক পোস্টের জবাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুবলী বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে।’
শেয়ার করুন