শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ভর্তিকৃত ছাত্রীদের হলে নিজ আসনে উঠার নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার(৭ নভেম্বর) বিকেলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ এ তথ্য জানান।
প্রভোস্ট বলেন, আগামী ১০/১১/২০২৩ এবং ১১/১১/২০২৩ তারিখ ছাত্রীদের নিজ নিজ আসনে উঠার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, নির্দেশনা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(এমপি) হলটি উদ্বোধন করবেন। তবে আগামী রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ হলটির প্রাথমিকভাবে ছাত্রীদের জন্য Soft opening করবেন।
শেয়ার করুন