পাপন ও সাকিবের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

খেলাধুলা

চলমান আইসিসি বিশ্বকাপ আসরে বাংলাদেশ ক্রিকেট দল বাজে পারফরম্যান্স করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার রোববার ডাক ও রেজিস্ট্রিযোগে তাদেরকে এই লিগ্যাল নোটিশ পাঠান।

বিশ্বকাপ ক্রিকেটের চলমান আসরে বাংলাদেশ দলের প্রাপ্তি একেবারেই তলানিতে। ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। হারের মধ্য দিয়েই শেষ হয়েছে টাইগারদের এবারের বিশ্বকাপ মিশন। রোববার সকাল ১০টায় ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন টানা হার নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগের দাবি তুলেছেন।

এমনই পরস্থিতিতে বিসিবি সভাপতি ও অধিনায়কের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানোর মতো ঘটনা ঘটলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *