বাড়েনি গ্যাসের দাম, সিলেটে তবু লেগুনা-অটোরিকশায় বাড়লো ভাড়া!

সিলেট

অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গ্যাসের দাম। তবু জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকেরা। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ এলাকায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার এক চালকের সঙ্গে ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা চলছিলো মাছুম আহমদ নামের এক ব্যক্তির। মাছুম বলেন, বন্দরবাজার থেকে হুমায়ুন রশীদ চত্বরে সিএনজিচালিত অটোরিকশায় ভাড়া নিতে সাধারণত ১০০ থেকে ১২০ টাকা খরচ হয়। কিন্তু আজ এই অটোরিকশাচালক ২০০ টাকা দাবি করছেন।

শুধু বন্দরবাজারই নয়, এমন দৃশ্য শনিবার নগরীর সব জায়গায়ই দেখা যায়।

যাত্রীদের অভিযোগ- গতকাল (শুক্রবার) পর্যন্তও বন্দরবাজার থেকে নগরীর আম্বরখানা যেতে যাত্রীপ্রতি ১৫ টাকা নিলেও এখন অটোরিকশা চালকেরা ২০ টাকা নিচ্ছেন। প্রতিটি সড়কেই অটোরিকশা চালকদের কাছে শনিবার দিনভর এমন হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।

বন্দরবাজার থেকে কুমারগাঁও এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ২৫ টাকায় যাত্রী পরিবহন করা হতো। এখন সেটি বাড়িয়ে ৩৫ টাকা দাবি করছেন চালকেরা।

তবে বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন না অটোরিকশা চালকরা। বন্দরবাজার থেকে টিলাগড় লাইনে গাড়ি চালানো অটোরিকশাচালক সুহেল মিয়া বলেন- জ্বালানি তেলের দাম বেড়েছে সেটি সবাই জানেন, এরপরও যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চাচ্ছেন না।

সিএনজিচালিত অটোরিকশা তো পেট্রল-ডিজেল-অকটেনে চলে না- তাহলে ভাড়া বাড়ালেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশায় তেল লাগে না, কিন্তু সব মালামালের দাম বাড়তি। সে সঙ্গে গাড়ির যন্ত্রাংশের দামও বেড়েছে। এখন আমাদের টিকে থাকতে বাড়তি ভাড়া নেওয়া ছাড়া উপায় নেই।’

এদিকে, সিলেট থেকে জৈন্তাপুর, কানাইঘাট ও জাফলংয়ে যাতায়াত করা লেগুনা চালকেরাও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে যাত্রীদের কাছ থেকে ১৫ থেকে ২০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। অথচ এসব গাড়ি সিএনজিচালিত।

একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটের সকর রুটে কম চলছে বাস, অন্যদিবে হুট করে লেগুনা ও অটোরিকশা ভাড়া বাড়িয়ে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *