গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট :

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের স্ব স্ব অবস্থানে থেকে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে কাজ করে সুষ্ঠু সমাজ তৈরী করে দেশের উন্নয়ন, অগ্রযাত্রায় অবদান রাখতে হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও তাহমিলুর রহমান এই আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউছুফ কামালের সভাপতিত্বে ও সচিব সাংবাদিক আব্দুল মালিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও তানভীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, প্রশিক্ষক রহমত উল্ল্যাহ। এর আগে বিশাল মানববন্ধন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তাহমিলুর রহমান।
সভায় উপজেলার কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *