আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা প্রার্থীদের আপিলের শুনানির শেষ দিন ছিল আজ।
ভোটে অংশ নেওয়া নিয়ে আপিলের শুনানির পঞ্চম দিনে এসে বাধা কাটলো ৪৩ প্রার্থীর; যারা যাচাই বাছাইকালে বাদ পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে আছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয় পঞ্চম ও শেষ দিনের মতো আপিলের শুনানি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন। এতে অন্য ৪ কমিশনারও উপস্থিত ছিলেন।
পঞ্চম দিনে স্বতন্ত্রে বৈধ হলেন যারা
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ-২ আসনে মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা -১৪ আসনে মো. মহিবুল্লাহ।
রংপুর বিভাগের রংপুর-১ আসনে মোশাররফ হোসেন, কুড়িগ্রাম-২ আসনে হামিদুল হক খন্দকার।
চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর-৩ আসনে মনিন্দ্র কুমার নাথ, কক্সবাজার-১ আসনে কমর উদ্দীন, নরসিংদী-৫ আসনে মো. সোলায়মান খন্দকার।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা-২ আসনে নজরুল ইসলাম মল্লিক, খুলনা -৪ আসনে জুয়েল রানা, খুলনা-১ আসনে প্রশান্ত কুমার রায়।
রাজশাহী বিভাগের বগুড়া -৩ আসনে খান মোহাম্মদ সাইফুল্লাহ, নাটোর -১ আসনে মো. রমজান আলী।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ-৬ আসনে খন্দকার রফিকুল ইসলাম ও সেলিমা বেগম।
এছাড়াও যশোর-৫ আসনে আমজাদ হোসেন লাভলুর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট
ঢাকা-৭ আসনে নুরজাহান বেগম, ঢাকা-২০ আসনে মো. আমিনুর রহমান, পঞ্চগড়-১ আসনে আব্দুল মজিদ, ঝিনাইদহ-২ আসনে শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, রাজবাড়ী-২ আসনে আব্দুল মালেক মণ্ডল ভোটে লড়তে পারবেন।
জাতীয় পার্টি
মাদারীপুর-২ আসনে একেএম নুরুজ্জামান, নাটোর-৪ আসনে এসএম সেলিম রেজা, সুনামগঞ্জ-৫ আসনে অ্যাডভোকেট মনির উদ্দিন, ঝালকাঠি-১ আসনে এজাজুল হক, ঢাকা -১৯ আসনে আইরিন পারভীন বৈধ প্রার্থী হল।
ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি
রাজশাহী-৪ আসনে জিন্নাতুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-১ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নাহিদ আহমেদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
ইসলামী ঐক্যজোট
চট্টগ্রাম-১৬ আসনে শফকত হোসাইন, ইসলামী ঐক্য জোট প্রার্থিতা ফিরে পেয়েছেন।
জাসদ
কুমিল্লা-৯ আসনে মনিরুল আনোয়ার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তরিকত ফেরারেশন
কুষ্টিয়া-৩ আসনে মেহেদী হাসান রিজভী ও পিরোজপুর -৩ আসনে শহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হল।
বিএনএফ
ঢাকা-৫ আসনে এস এম লিটন ও ঢাকা -১৩ আসনে মো. জাহাঙ্গির কামালও বৈধ প্রার্থী হিসেবে ভোটে লড়াই করতে পারবেন।
অন্যান্য
এছাড়া কুমিল্লা-৩ আসনে গণফ্রন্টের প্রার্থী শরিফুল আলম চৌধুরী, কুড়িগ্রাম-৪, আসনের কৃষক শ্রমিক লীগের মোহাম্মদ আবু শামীম হামিদ, কুমিল্লা-৩ আসনে ন্যাপের ফোরকান উদ্দিন আহমেদ, ঝিনাইদহ-২ আসনে সুপ্রিম পার্টির নজরুল ইসলাম, যশোর-৩ আসনে খেলাফত আন্দোলনের মুহাম্মদ তৌহিদুজ্জামান, সুনামগঞ্জ-৫ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল, ঢাকা-০৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. কবির হোসেন, কুমিল্লা-১০ আসনে গণফোরামের শহিদুল ইসলাম ভূঁইয়া, ঢাকা-৯ আসনে তৃণমূল বিএনপির রুবিনা আক্তার, মানিকগঞ্জ -১ আসনে বিএনএমের মোনায়েম খান বৈধ প্রার্থী হয়েছেন।
শেয়ার করুন