ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার ১০ জন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাকে সেলাই মেশিন প্রদান এবং অসহায় ১২ জন মহিলাকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ইউ আর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সিমা রানী বিশ্বাস,সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, থানার এস আই আরিফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, তথ্য আপা সাবিহা মোস্তাফিজ, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম প্রমুখ। সভা শেষে উপকারভোগিদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। পরে দোয়া পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক।##
শেয়ার করুন