স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জায়গা দখল করে ব্যবসা করে আসছেন ফলের দোকানদাররা।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অভিয়ান পরিচালনা করে ফলের দোকানকে উচ্ছেদ করে সরকারি জায়গা দখল মুক্ত করেন প্রশাসন।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করায় সরকারি জায়গা দখল মুক্ত করা হয়েছে। এভাবে আরো অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
শেয়ার করুন