ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের পুরাণ বাজারস্থ উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আলীম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য রুহেল খান, সাবেক ছাত্রনেতা শাহান আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, ছাত্রলীগ নেতা রাজিব আহমদ, জুবায়ের আহমদ, সুহেব আহমদ, রাহেল আহমদ, আলা উদ্দিন আহমদ, জসিম আহমদ, সাইফ আহমদ, নাহিদ ইসলাম, রুহুল আমিন।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ নির্মাণ করেছেন। আর বঙ্গবন্ধুর সারা জীবনের আন্দোলন-সংগ্রামের সফলতার মধ্যমণি ছিলেন তাঁর সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
আজকে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ বিরুধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরো সমৃদ্ধ রাস্ট্রে পরিণত করতে হবে।