সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বড়কাপন এলাকায় মাছবাহী একটি পিকাপ গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার(২ জানুয়ারী) ভোরে সুনামগঞ্জ- সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে, শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র আব্দুল করিম ৫৭, দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক ৪৫, জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের পুত্র আসাব উদ্দিন (৫০) ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে ঘন কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিক-আপ নাম্বার (সিলেট মেট্রো ন ১১-১৬৫১) একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এসময় পিক-আপে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। গুরুতর আহত ১ জনকে কৈতক হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়াও অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির জানান, মরাদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অন্যান নিয়ম মেনে মরদেহ হস্তান্তর করে দেয়া হবে।
শেয়ার করুন