স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ভোরে পৌরসভার জানাইয়া রাস্তার গেটের সামন থেকে ৭০ বস্তা ভারতীয় চিনি’সহ মুছলেহ উদ্দিন নামের এক ট্রাক চালককে আটক করেছে থানা পুলিশ।
এসময় চিনি বহনকারী নাম্বার বিহীন একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আটককৃত ট্রাক চালক মুছলেহ উদ্দিন হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র।
এঘটনায় বিশ্বনাথ থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১ (তাং ৪.০১.২৪ ইং)।
আর এই মামলা আটককৃত ট্রাক চালক মুছলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে।