সিলেট ৬ আসনে নাহিদের গলায়ই বিজয়ের মালা

সিলেট

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ) পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট।

সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত পুরনোতেই (নাহিদ) আস্থা রাখল বিয়ানী বাজার ও গোলাপগঞ্জবাসী।বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর ফুলেল শুভেচছা জানান নেতাকর্মীরা।

সিলেট-৬ আসনে এই তিনজন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আরও তিন প্রার্থী।তারা হলেন জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *