শাল্লা প্রতিনিধিঃ
শাল্লার কৃতি সন্তান ও সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগষ্ট) সন্ধ্যায় সিলেটস্থ শাল্লা ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে নগরীর মদিনা মার্কেটস্থ একটি কমিউনিটি সেন্টারে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মৃনাল কান্তি দাসের সভাপতিত্বে ও সিলেটস্থ শাল্লা ছাত্র কল্যান পরিষদের সাধারন সম্পাদক শ্যামল দাশের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়ের চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান,শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা রবিন চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ড, ব্যাংকার নীলেন্দু দাস সুমন, মন্জু মহালদার, যুবলীগ নেতা শহীদ আকিব অপু, শাল্লা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লীগের সদস্য সচিব অজয় তালুকদার, রাফিউল করিম মাসুম, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বিজয় কৃষ্ণ দাশ, প্রনব চৌধুরী, কাওসার উদ্দিন, পান্ডব চন্দ্র দাশ, সাকলাইন সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলওয়াত পাঠ করেন জেনাউর সাফি ও
গীতা পাঠ করেন ধ্রুয় রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হিমকর তালুকদার বাধঁন।
উল্লেখ্য,গত ১৮ জুন বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা টিটু চৌধুরী মারা যান।