সিলেটের জালালাবাদে ছাত্রকে বলাৎকারের অভিযোগে রেদোয়ান ওরফে রিপন নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে আটককৃত শিক্ষককে কারাগারে প্রেরণ করে পুলিশ।
অভিযুক্ত শিক্ষক সিলেটের এয়ারপোর্ট থানার টিলারগাঁও এলাকার মনির মিয়া ওরফে কালা মনিরের ছেলে ও জালালাবাদ থানার বড়গুল এলাকার শাহ ওয়ালিউল্লাহ রহমতে আলাই জামেয়া ইসলামিয়া রইস্কুল উলুম মাদ্রাসার শিক্ষক।
জানা যায়, চলতি মাসের ৪ তারিখ মাদ্রাসার হিফজ বিভাগের ১৩ বছর বয়সী ছাত্রকে ভোররাত ৪টার দিকে ঘুম থেকে তোলে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। এসময় তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক। পরে ভিকটিম শিশু তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে জালালাবাদ থানায় অভিযোগ দাখিল করেন।
এ ঘটনায় পুলিশ অভিয়ান চালিয়ে গত শনিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব মন্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
শেয়ার করুন