বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময়

সিলেট

স্টাফ রিপোর্টার::

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, গ্রামের মানুষেরা যাতে শহরের মানুষের মতো সকল সুযোগ সুবিধা পান সেলক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার। সরকারের গ্রহন করা সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেন প্রশাসনের কর্মকর্তা ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা। রাজনীতিবিদ ছাড়া উন্নয়ন হয়না, তবে দেশ ও জাতির কাঙ্খিত উন্নয়নের জন্য সকল রাজনীতিবিদকে করতে হবে ত্যাগের রাজনীতি। যেমনটি করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতির কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধু তনয়া বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে আমরা এগিয়ে যাচ্ছি।

শনিবার (২০ জানুয়ারী) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগন’র মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকৌশলী আবু সাঈদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাহিদ নওরিন সুলতানা, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু। এসময় মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ যাতে প্রাইভেট ক্লিনিকমুখী না হয়ে, সরকারি হাসপাতালমুখী হয়। সেজন্য সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি করতে হবে। আর জন্য আমি’সহ সরকার আপনাদের পাশে আছে, থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং ডা. সজল এষ চক্রবর্তী ও টিএনসিএ দিবাংশু গুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হারুনুর রশিদ, সিলেটের সিভিল সার্জন ডা. মনিষর চৌধুরী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *