আওয়ামী লীগের এমপিসহ দুইজনের বিরুদ্ধে ইসির মামলা

জাতীয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত এমপি আতাউল হকসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) শ্যামনগর থানায় এ মামলা দায়ের করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী এলাকা কাশিমাড়ী নতুন বাজারে নির্বাচনী জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সবুর মোল্লা বলেন, যারা নৌকায় ভোট দেবেন না, তারা কেন্দ্রে যাবেন না। যাদের সন্দেহ হবে তাদের টেবিলে সিল মারতে হবে। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দেন নৌকার প্রার্থী আতাউল হক। এমন একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন সাতক্ষীরা নির্বাচন অনুসন্ধান কমিটি।

নির্বাচনী আচরণবিধি-২০০৮ এর বিধি ১৮ এর অধীনে ১১ জানুয়ারি আদেশপ্রাপ্ত হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান। নবনির্বাচিত এমপি আতাউল হক দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *