মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীর বিরুদ্ধে নিজের যমজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলো উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে চার বছর বয়সী রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ।
স্থানীয়রা জানান, দুই সন্তানের মা রিমা বেগম মানসিক ভারসাম্যহীন।
বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে পান না। ওই সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাইরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার সন্তানদের মরদেহ দেখতে পান। পরে সকাল ৬টার দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে জানান।
খবর পেয়ে কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্য সদস্যরা হাসপাতালে যান।
দুই সন্তানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, ‘এ ঘটনায় যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মা তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন, তবে কেন হত্যা করেছেন তা জানা যায়নি।’
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
বিমা বেগম মানসিক ভারসাম্যহীন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এটা এলাকার লোকজন বলেছে।আমাদের কাছে মনে হয়নি।’
শেয়ার করুন