রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান ও এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন।সে উত্তর সুরমা গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র।মাধবপুর থানার ওসি মো: রাকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।