বিপিএলে ঢাকাপর্বের প্রথম ধাপের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৬ জানুয়ারি থেকে দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
একনজরে জেনে নেওয়া যাক সিলেট পর্বের সূচি
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
সময় |
২৬ জানুয়ারি |
রংপুর-খুলনা |
সিলেট |
বেলা ২টা |
২৬ জানুয়ারি |
কুমিল্লা-সিলেট |
সিলেট |
সন্ধ্যা ৭টা |
২৭ জানুয়ারি |
বরিশাল-চট্টগ্রাম |
সিলেট |
বেলা ১টা ৩০ |
২৭ জানুয়ারি |
রংপুর-ঢাকা |
সিলেট |
সন্ধ্যা ৬টা ৩০ |
২৯ জানুয়ারি |
সিলেট-চট্টগ্রাম |
সিলেট |
বেলা ১টা ৩০ |
২৯ জানুয়ারি |
খুলনা-ঢাকা |
সিলেট |
সন্ধ্যা ৬টা ৩০ |
৩০ জানুয়ারি |
কুমিল্লা-রংপুর |
সিলেট |
বেলা ১টা ৩০ |
৩০ জানুয়ারি |
সিলেট-বরিশাল |
সিলেট |
সন্ধ্যা ৬টা ৩০ |
০২ ফেব্রুয়ারি |
সিলেট-ঢাকা |
সিলেট |
বেলা ২টা |
০২ ফেব্রুয়ারি |
কুমিল্লা-চট্টগ্রাম |
সিলেট |
সন্ধ্যা ৭টা |
০৩ ফেব্রুয়ারি |
বরিশাল-খুলনা |
সিলেট |
বেলা ১টা ৩০ |
০৩ ফেব্রুয়ারি |
সিলেট-রংপুর |
সিলেট |
সন্ধ্যা ৬টা ৩০ |
ইতোমধ্যে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামেও টিকিট কেনা যাবে সশরীরে। প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। এছাড়াও অনলাইনে টিকিট কাটার পর তা সংগ্রহ করতে হবে জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে।
সিলেটে প্রতি দিনের খেলা দেখতে অন্তত ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। একটি টিকিটে দিনের দুটি ম্যাচই উপভোগ করা যাবে। ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ছাড়াও অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারির টিকিট কাটা যাবে। এছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট আড়াই হাজার টাকায় কিনতে পারবেন দর্শকরা
শেয়ার করুন