মাধবপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও খুনিদের ধরতে পারেনি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের আব্দুল হান্নানের পুত্র সুমন মিয়া (৩৫) কে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেঙ্গাডোবা গ্রামের তারই পরিচিত কয়েকজন।পরবর্তিতে রাত ১০টার দিকে নোয়াপাড়া বাজারের উত্তর দিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সুমনকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে দুটি পা কেটে ফেলে।খবর পেয়ে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায়, এই হত্যাকান্ড মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে হতে পারে।নিহত সুমন মাদক ব্যবসায় জড়িত ছিল এবং মাদক উদ্ধারে সোর্স হিসেবে কাজ করত। হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে যাদের নাম আসছে তারাও মাদক চোরাচালানের সাথে জড়িত। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে, খুব শীঘ্রই আসামীদের ধরা হবে বলে আশ্বস্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *