এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
সার্বজনিন শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ১১৭ তম বার্ষিক মহোৎসব ও শিবপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে উপজেলার পূর্ব সিংহগ্রাম পুরাতন শিববাড়ি পূজা কমিটি ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ)/২০২৪ রাত্র ৮ ঘটিকায় শ্রীমতি রিতা রানী গোয়ালার পরিবেশনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
রাত্র ১০ ঘটিকায় শুভ অধিবাস।
শুক্রবার (৮ মার্চ) রাত্র ৮ ঘটিকায় শ্রী শ্রী শিবপূজার বিশেষ পূজার্চ্চনা আরম্ভ।
রাত্র ১০ ঘটিকায় ভক্তিমূলক গান।
শনিবার (৯ মার্চ) সকাল ৯ ঘটিকা থেকে মহাপ্রসাদ বিতরণ ও পদাবলী কীর্তন।
সন্ধ্যা ৭ ঘটিকায় হরিলুট এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এদিকে শিবরাত্রি ব্রত উপলক্ষে শিবমন্দির প্রাঙ্গণে শুক্রবার দিনব্যাপী মেলা বসছে। ইতিমধ্যে মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসেছে দোকানীরা।
মেলা ও শিবরাত্রি ব্রত উপলক্ষে শিবপূজায় শত শত পূর্ণারথীর সমাবেশ ঘটবে।
এ বিষয়ে পুরাতন শিববাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক রসময় শীল জানান প্রতিবছরের ন্যায় এ বছরও শিবরাত্রি ব্রত উপলক্ষে নানা আয়োজনে মহোৎসব চলবে।এতে গোপালপুর, পূর্ব বুল্লা, গঙ্গা নগর, সিংহগ্রাম, বলাকান্দি,ভবানীপুর,পূর্ব সিংহগ্রাম সহ আশেপাশের শিবভক্তদের পদভারে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ।
ঐতিহ্যবাহী শিবরাত্রি উপলক্ষে আয়োজিত মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ও আকর্ষন হলো বেল।