স্টাফ রিপোর্টার:
পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি হুজুর) এর নিমন্ত্রনে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামস্হ আলহাজ্ব শফিকুর রহমান (পাকিছিরি হুজুর) এর বাড়ীতে পারিবারিক উদ্যোগে অনুষ্টিত ইফতারের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এসময় উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুস বাসিত, কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সহ সুপার হাফিজ মাওলানা ছয়ফুল আলম, আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহর সভাপতি মাওলানা আবুল বশর, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিএনপি নেতা গৌছ খান, বশির উদ্দিন, হাতিম চৌধুরী দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ, সংগঠক ইমরান মাহমুদ, ব্যবসায়ী দুলাল আহমদ এলাকার মুরব্বিয়ান, যুবকসহ প্রমুখ।
শেয়ার করুন