বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নগদ অর্থ বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের সংগঠন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে অসহায় ৫১০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে দুটি ওয়ার্ডের দরিদ্রদের মাঝে এবং পরে অন্য সাতটি ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেন আগত অতিথিরা।

শনিবার( ৬ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাষসগাঁও গ্রামের ট্রাস্টি আশরাফ উদ্দিনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও অসহায় ৫১০টি পরিবারের মাঝে ৩ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হয়। অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক কার্যকরি কমিটির সদস্য ও সালিশ ব্যক্তিত্ব কবির আহমদ কুব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী বখতিয়ার খাঁন, শিক্ষানুরাগী মাস্টার ওয়াইছ উদ্দিন, সমাজসেবক গোলাম আজম মঞ্জু।

সমাজ সেবক মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা এবং সংবাদকর্মী সমুজ আহমদ সায়মনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠক খালেদুর রহমান লাকী, এসোসিয়েশনের ওয়ার্ড প্রতিনিধি জিল্লুর রহমান, জিয়াউর রহমান।
আরো উপস্থিত ছিলেন, মনসুর আহমদ ট্রাস্টি জাবের আহমদ নাজমুলসহ অন্যান্য সাতটি ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।

এসময় এলাকার সুবিধাভোগিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায়। তবে, খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ভয়াবহ করোনার সংকট কালীন সময়ে ও ভয়াবহ বন্যার সময় কখনো নীরবে আবার কখনো প্রকাশ্যে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দি মানুষদের সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। এছাড়া অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে নামের এ সংগঠন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে খাজাঞ্চি ইউনিয়নের অধিকাংশ মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। খাজাঞ্চি ইউনিয়নের প্রত্যেক প্রবাসীকে এ সংগঠনের সাথে যুক্ত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান অতিথিরা।
এদিকে, অর্থ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করতে খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর ফলিক চৌধুরী, সাধারন সম্পাদক হাবিব মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি ও অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *