ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ ও বিজিবি শুভেচ্ছা বিনিময়

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ ১৫ আগষ্ট ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালকের পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-এর মহাপরিচালককে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছে বিএসএফ।
আজ (১৫ আগষ্ট) সোমবার বেনাপোল সীমান্তের শূন্য রেখায় বিএসএফের মহাপরিচালকের পক্ষে ৭৯ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডার তারনী কুমার এ উপহার বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম হাতে তুলে দেন।

ইতিপূর্বে গত শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র পক্ষ থেকেও বিএসএফ প্রধানকে শুভেচ্ছা ও উপহার পাঠানো হয়েছিল।

এভাবে প্রতিবেশী দু’দেশের মধ্যে উপহার বিনিময় দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সৌহার্দ্য, সাম্প্রতির বন্ধনকে আরও জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন দুই দেশের প্রতিনিধিগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *