সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হবে।
সিটি করপোরেশনের নতুন অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে নগরবাসীর ওপর অমানবিক ভাবে কয়েকগুণ বেশি অনেক ক্ষেত্রে ৫০০ গুণ হোল্ডিং ট্যাক্স আরোপ করেছে, তা অযৌক্তিক, গণবিরোধী বলে মন্তব্য করেছেন সিলেটের নাগরিক বৃন্দের আহবায়ক সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ সফল করার জন্য সিলেট নগরীর সর্বস্থরের নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃক আরোপিত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন