স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পাটির আহবায়ক জয়নাল আবেদীনের পিতা বিশ্বনাথ পৌর এলাকার পূর্ব মন্ডলকাপন গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, প্রবীন মুরব্বী হাজী ফরমান আলীর কুলখানি শুক্রবার (১০মে) নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
কুলখানি উপলক্ষে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজামান আসাদ, উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান করিমা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ডা: বদরুল ইসলাম, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, লন্ডন মহানগর জাতীয় পাটির নেতা আজম আলী, পৌর সভার প্যানেল মেয়র রফিক হাসান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, মকসুদ আলী, কাউন্সিলর জহুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, জাতীয় পাটি নেতা আব্দুর রব, আব্দুল মতিন, সমাজকর্মী ফারুক মিয়া, আব্দুল জলিল, নুর মিয়া, নানু মিয়া, ছুরত আলী বাবুল, ব্যবসায়ী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, কাজী নুরুল হক, ব্যবসায়ী শানুর আলী, মনোহর হোসেন মুন্না, শিহাব উদ্দিন, সিরাজ মিয়া, মাসুক মিয়া, লিলু মিয়া, আবু বক্কর সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন