সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালের একমাত্র ছেলে পানিতে ডুবে মারা গেছে। মারা যাওয়া দুই বছর বয়সী চিত্র দীপ পালের চাচা উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চিত্র দীপ পাল বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনের পুকুর ঘাটে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরের পানির নিচ থেকে পাওয়া যায়। পরে শিশুকে উদ্ধার করে উপজেলা’র প্যারাডাইস মেডিকেল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্যারাডাইস মেডিকেল ক্লিনিক, তাজপুর জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শেয়ার করুন