তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে ওয়েব ফাউন্ডেশন গোয়াইনঘাট এডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে ডাব্লিউটিসি রুমে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট ডিভিশনের এসিসট্যান্ট ফ্যাসিলিটিটর মোঃ মোতাব্বীর হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ইউছুফ কামাল।
সভার উন্মুক্ত আলোচনায় সদস্যরা বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন, সমসিদা বেগম, নূরজাহান, সুফিয়া, মঞ্জুর, করীর হোসেন ও বিলাল উদ্দিন প্রমুখ। সভায় আগামী ছয় মাসের কার্যক্রমে দলিত ও প্রতিবন্ধীদের খোঁজে বিভিন্ন সহযোগিতার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
শেয়ার করুন