সিলেট সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্সের রিভিউ আবেদনের সময়সীমা ১৪ মে থেকে বাড়িয়ে ২৮ মে করা হয়েছে। পাশাপাশি সিলেট নগরের ২৭ ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্সের রিভিউর জন্য ২৭টি বোর্ড গঠন করেছে সিলেট সিটি করপোরেশন। তবে হোল্ডিং ট্যাক্সের হার কমছে না। লিখিত আপত্তি জানালে সেটি যাচাই করবে সিসিকের গঠিত রিভিউ বোর্ড।
আজ রবিবার (১২ মে) দুপুর ২টায় নগর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বর্তমান পরিষদের তৃতীয় সভায় নানা বিষয়ে সিদ্ধান্ত নেন সিসিক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, ‘আমাদের পরিষদের সাধারণ সভা ছিল। যারা এই নগরে থাকেন তাদের বলতে চাই, আপনারাই ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবক। আমি ছাড়াও আমার পরিষদের ৫৬ জন কাউন্সিলর আপনাদের সেবক। আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমরা পরিষদে আলোচনা করেছি। গতকাল (শনিবার) রাত দুইটা পর্যন্ত সভা করেছি। আগামী ৩-৪ দিন সিলেটের বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সঙ্গে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে আলোচনা করব।’
পুরনো ২৭ ওয়ার্ডের জন্য ২৭টি রিভিউ বোর্ড গঠনের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাসিসমেন্ট হয়েছে তার জন্য ২৭টি ওয়ার্ডের জন্য ২৭টি রিভিউ বোর্ড গঠনের। নতুন অন্তর্ভূক্ত ১৫ ওয়ার্ডের জন্য এ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি। এখন কোনো কার্যক্রম চলবে না। আপাতত স্থগিত রেখেছি। পরবর্তীতে কার্যকর করব। তবে পুরনো ২৭ ওয়ার্ডে তা চলমান থাকবে।’
বোর্ড গঠনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘এসব বোর্ডে ওয়ার্ড কাউন্সিলরের সভাপতিত্বে ২ জন করে কাউন্সিলর, একজন প্রকৌশলী ও একজন আইনজীবী থাকবেন। তাদের নেতৃত্বে রিভিউ হবে। আমি নিজে তা মনিটরিং করব।’
হোল্ডিং ট্যাক্সের সহনশীল পর্যায়ে নিয়ে আসা হবে মন্তব্য করে তিনি বলেন, ‘নগরবাসী সবার জন্য সহনশীল পর্যায়ে আমরা হোল্ডিং ট্যাক্সকে নিয়ে আসব। সেই সঙ্গে বলব, যারা নগরের হোল্ডিং ট্যাক্সের হোল্ডার তারা যেন একটু কষ্ট করে হলেও হোল্ডিং ট্যাক্স দেন। নগরের উন্নয়নের স্বার্থে এই নগরের রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট, স্কুল-কলেজের উন্নয়নের স্বার্থে তাদের কাছে বিশেষভাবে এ অনুরোধ।’
রিভিউ বোর্ডে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করছি-যে সব নাগরিক রিভিউ বোর্ডের সামনে আসবেন, কথা বলবেন-তাদেরকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। এটা নিশ্চিত করে বলতে পারি।’ সঙ্গে যোগ করে বলেন, ‘তবে সবাইকে ট্যাক্স দিতে হবে। এ বিষয়ে আমরা সবাই একমত। তবে সেটা অবশ্যই সহনীয় অবস্থায়।’
পরে রিভিউ-এর সময় সীমা বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘রিভিউর সময় ১৪ মে থেকে বাড়িয়ে ২৮ মে করা হয়েছে। প্রয়োজনে আরো বাড়াব।’
শেয়ার করুন