তানজিল হোসেন, গোয়াইনঘাট: মাতৃত্বের প্রতি সর্বোচ্চ সম্মান দিতে হবে, পবিত্র কোরআনে
মায়ের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা আমাদের অনুকরণ করতে হবে। মায়ের কোন বিকল্প নেই।
গোয়াইনঘাটে বিশ্ব মা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এসব কথা বলেন। রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত বিশ্ব মা দিবসের আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।
সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক-শিক্ষার্থী ও মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ক্ষুদ্র ঋণ বিতরণ ও বৃক্ষ চারা প্রদান করেন।
শেয়ার করুন