বিশ্বনাথে কিউরিয়ার্স ফর ট্যালেন্টের ২য় বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্ব সম্পন্ন

সিলেট

স্টাফ রিপোর্টার:

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর এলাকায় থাকা ১৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শনিবার (১৮ মে) শুরু হয়েছে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট আন্তঃ উপজেলা ইন্টার স্কুল ডিভেইট কম্পিটিশন-২০২৪’।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২য় বারের মতো বিতর্ক প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

এই প্রতিযোগিতার প্রধান পৃষ্টপোষকতা করছেন এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনু।
‘সার্চিং মেরিটস’ স্লোগানকে সামনে রেখে কিউরিয়াস ফর ট্যালেন্ট প্রতিষ্ঠা হয় এবং উপজেলার ১৬টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ২০২৩ সালে প্রথম বারের মতো ‘শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার মানোন্নয়ন’র লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থীরা যাতে যুক্তি-তর্ক দিয়ে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভা বিকষিত করতে পারে সেই লক্ষেই উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ২য় বারের মতো বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে কিউরিয়াস ফর ট্যালেন্ট।

প্রথম রাউন্ডে প্রতিযোগীতার বিষয়বস্তু ছিল ‘তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধির অন্তরায় ও তথ্য প্রযুক্তির অবাদ ব্যবহার, উগ্রবাদ বৃদ্ধির প্রধান কারন। দুইপর্বে এ বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধনের পর প্রথম রাউন্ডে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে একলিমিয়া দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
পরবর্তিতে ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পিএমসি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও সিংগেরকাছ পাবলিক বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজকে হারিয়ে জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও চান্দভরাং উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চাউলধনী স্কুল এন্ড কলেজ জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এদিকে বিপক্ষ প্রতিযোগী স্কুলে উপস্থিত না হওয়ায় রামসুন্দর অগ্রগামি মডেল সরকারি হাইস্কুল ও রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজ এবং বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনালে উঠে। আগামী শনিবার আরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুটি পর্বে বিতর্ক প্রতিযোগিতায় স্পীকারের দায়িত্ব পালন করেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরবিন্দু ভট্টাচার্য্য ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। বিচারকের দায়িত্বে ছিলেন- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল আজিজ, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন ও বুরুঙ্গা ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মো. শহিদুল ইসলাম।
এসময় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাজ্য প্রবাসী শমসাদুর রহমান রাহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্বে ছিলেন, কিউরিয়াস ফর ট্যালেন্ট এর সাধারণ সম্পাদক ও চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুন, সদস্য ও বিয়াম ল্যাবরেটোরি স্কুলের অধ্যক্ষ মনিকাঞ্চন চৌধুরী, সদস্য ও দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহিলা কলেজের সহকারী শিক্ষক সমীর কান্তি দে, সদস্য ও চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, এমএ মজনু ট্রাস্টের সদস্য মাহবুবর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *