ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে ২১ মে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসঁ প্রতীকের প্রার্থী অনামিকা আক্তার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আনামিকা আক্তার ২৩৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বৈদ্যুতিক পাখা প্রতীকের ইয়াসমিন আক্তার ৯২৬২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ গীয়াস উদ্দীন।
মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার বলেন, এই বিজয় জনতার বিজয়। অত্র উপজেলার প্রিয় ভোটারগন তাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করার জন্য আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান সারাজীবন আপনাদের ভালবাসা নিয়ে বেছে থাকতে চাই। যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ।
