জৈন্তাপুরে মসজিদে কথা-কাটাকাটি, দুইপক্ষের সংঘর্ষে আহত ৬

সিলেট

সিলেটের জৈন্তাপুরে মসজিদে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদ মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় প্রথম খণ্ড গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজি রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫) ও ইকবাল আহমেদ (৪০)।

অপরপক্ষের একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহমেদ (৫৫) ও শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাদ জুমা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ–পরবর্তী মহল্লায় নতুন এক বাসিন্দাকে মহল্লায় ওঠানোর বিষয় নিয়ে দুপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। আহত ব্যক্তিরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দুপক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবুও সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *