ফরিদুল ইসলাম,শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরনখোলা উপজেলা ৪নং সাউথখালী ইউনিয়ন চালিতাবুনিয়া বাজারে পল্লী চিকিৎসক মোঃ নিয়াজ এর ভুল চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ (ট্রাইজেক্ট) ইনজেকশন পুশ করার কারনে বগী ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বাবুল হাওলাদারে ছোট মেয়ে রুমানা আক্তার (২৮) গুরুতর অসুস্থ হয়ে শরণখোলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদিন আছেন।
গত ১৬ আগস্ট চালিতাবুনিয়া বাজারে সুন্দরবন ফার্মেসীর মালিক গ্রাম্য চিকিৎসক (নিয়াজ মাহমুদ) এর কাছে যান রুমানা আক্তার, তার কাছে গেলে তিনি তাকে দেখে (ট্রাইজেক্ট) ইনজেকশন পুশ করেন।পরে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পরেন রুমানা।অসুস্থ হওয়ার পরে রুগীর আত্মীয় স্বজন দেখেন মেয়াদোত্তীর্ণ (সাত মাস) ইনজেকশন পুশ করা হয়েছে।গুরুতর অসুস্থ হওয়ায় তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ ১৮ আগস্ট বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম ছিদ্দিকী ফার্মেসীতে অভিযান চালায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে পল্লী চিকিৎসক নিয়াজ মাহমুদ পালিয়ে যায়, তিনি তদন্ত করে বিষয়টি সত্য প্রমান পায় এবং ওষুধের দোকান বন্ধ অবস্থায় তালা লাগিয়ে দেন।
পরে এলাকা বাসি জানিয়েছে এরকম অনেক ঘটনা এর আগেও ঘটেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
১৮/০৮/২০২২