সুনামগঞ্জের জগন্নাথপুরে কাগজপত্র এবং চালকের হেলমেট না থাকায় ২০টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
রোববার (২৬ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেজিস্ট্রেশন বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৩টি মামলা এবং ২০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযানে প্রায় ৫০টি মোটরসাইকেল আটক করা হয়। এরমধ্যে যেসব গাড়ির কাগজপত্র এবং হেলমেট ছিল ওইসব ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন